সত্য-মিথ্যার পার্থক্য নিরূপণে মানুষের অচেতন মন কখনো কখনো সচেতন মনের চেয়েও বেশি নির্ভুল হতে পারে। যুক্তরাষ্ট্রের একদল গবেষক এমনটিই দাবি করছেন। গবেষকেরা বলছেন, কারও মিথ্যাচার ধরে ফেলার ক্ষেত্রে সচেতন অবস্থায় মানুষের মন বিভিন্ন বাধার মুখোমুখি হতে পারে। কারণ, মিথ্যাবাদীদের বাঁধাধরা নানা আচরণ বা স্বভাব (চোখের প্রতিক্রিয়া বা উসখুস ভাব) আমাদের মাথায় থেকে যায় এবং সেগুলোর সঙ্গে মিলে না গেলে কোনো মিথ্যাবাদী পার পেয়ে যেতে পারে। গবেষণায় নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের বার্কলিতে অবস্থিত ক্যালিফোর্নিয়া...

